প্রধান শিক্ষকের বাণী

মোহাম্মদ হাবিবুর রাহমান
ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকা মহানগরীর মিরপুর-২ ,প্লট এলাকায় অবস্থিত একটি আদর্শ বিদ্যাপীঠ । শিক্ষা চিরত্তন এর ন্যায় যার আলো বিতরণ এর কাজ শুরু করেছে ১৯৭৬ সালে । অভিজ্ঞ ,প্রিশিক্ষনপ্রাপ্ত ,তারুণ্যে ভরপুর শিক্ষকমন্দডলী দিয়ে চলছে নিরলস পাঠদান। নতুন শিক্ষাক্রম বিস্তরণেও সকল শিক্ষক প্রিশিক্ষনপ্রাপ্ত। স্মমানিত অভিভাবক, আপনার সন্তানকে শিখড় থেকে শিখরে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ । আদর্শ ও মানবিক গুণাবলীসম্পন্ন দেশ প্রেমিক মানব সম্পদ তৈরি ও দক্ষ জাতি গঠনের জন্য সুনাগরিক তৈরিই আমাদের মূল লক্ষ্য।