Style Options
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এর নির্দেশনা মোতাবেক উক্ত শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্টেশন করার জন্য তথ্য ২৫/০৯/২০২৫ ইং তারিখের মধ্যে এবং ফি ০১/১০/২০২৫ ইং তারিখের মধ্যে অফিসে জমা দিতে হবে  |  বিদ্যালয়য়ের ম্যানেজিং কমিটির নির্বাচন/২৫ এর খসড়া ভোটার তালিকা ১৪/০৯/২৫ অনুমোদন করা হয়েছে ।বিদ্যালয়য়ের নোটিশ বোর্ডে ঝুলানো আছে। আগামী ২২/০৯/২০২৫ তারিখের মধ্যে কোন সংশোধনী থাকলে তার জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে ।   |  SSC 2025 result percentage of pass 95.70 %, GPA 5: 15 students  |  নির্বাচনি পরীক্ষা ২৭ নভেম্বর  |  প্রাক নির্বাচনি পরীক্ষা ০১ সেপ্টেম্বর  |  বার্ষিক পরীক্ষার তারিখ  ২০ নভেম্বর  |  অর্ধ বার্ষিক পরীক্ষার তারিখ  ২৬ জুন  |  ভর্তি চলছে ২০২৫  |  রেজাল্ট প্রকাশ --ডিসেম্বর ২০২৪  |  International Mother Language Day 21st February  |  

প্রধান শিক্ষকের বাণী

Picture

মোহাম্মদ হাবিবুর রাহমান 

ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকা মহানগরীর মিরপুর-২ ,প্লট এলাকায় অবস্থিত একটি আদর্শ বিদ্যাপীঠ । শিক্ষা চিরত্তন এর ন্যায় যার আলো বিতরণ এর কাজ শুরু করেছে ১৯৭৬ সালে । অভিজ্ঞ ,প্রিশিক্ষনপ্রাপ্ত ,তারুণ্যে ভরপুর শিক্ষকমন্দডলী দিয়ে চলছে নিরলস পাঠদান। নতুন শিক্ষাক্রম বিস্তরণেও সকল শিক্ষক প্রিশিক্ষনপ্রাপ্ত। স্মমানিত অভিভাবক, আপনার সন্তানকে শিখড় থেকে শিখরে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ । আদর্শ ও মানবিক গুণাবলীসম্পন্ন দেশ প্রেমিক মানব সম্পদ তৈরি ও দক্ষ  জাতি গঠনের জন্য সুনাগরিক তৈরিই আমাদের  মূল লক্ষ্য।